মুক্তজমিন ডিজিটাল ডেস্ক
আসন্ন বগুড়া প্রেসক্লাব নির্বাচন ২০২৫ উপলক্ষে ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৮ জুন ২০২৫ তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রকাশিত তালিকা অনুযায়ী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন মোট ৫৮ জন প্রার্থী। নির্বাচনে ক্লাবের সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৮ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৬ জন, ক্যাশিয়ার পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ৩ জন, পাঠাগার সম্পাদক পদে ৩ জন, সাহিত্য সম্পাদক পদে ২ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বাধিক ২৬ জন প্রার্থী। নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারিত সময় অনুযায়ী প্রকাশ করা হবে। এরপর নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। এবারের নির্বাচনে সাংবাদিক সমাজে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটযুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে। বগুড়া প্রেসক্লাব দীর্ঘদিন ধরেই জেলার সাংবাদিকদের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে, এবং প্রতিটি নির্বাচনেই এর নেতৃত্ব বাছাই নিয়ে সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। বগুড়া প্রেসক্লাবের এবারের নির্বাচনও এর ব্যতিক্রম নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।