মোকামতলা (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মোকামতলা হাইস্কুল মাঠে বেগম খালেদা জিয়া মহিলা প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে শিবগঞ্জ উপজেলা, মোকামতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম মামুন তালুকদারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম ও মোকামতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ দৌলা রুবেলের আমন্ত্রণে খেলায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম মানিক, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক রুহুল আমিন ফটু, আব্দুস সালাম, রফিকুল ইসলাম প্রমুখ। উক্ত প্রীতি ফুটবল খেলায় গাবতলি রক্সি ফুটবল একাডেমি ২-০ গোলে গাইবান্ধা মহিলা ফুটবল দলকে পরাজিত করে।