গাবতলী (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার গাবতলীতে (৮ই জুন) রবিবার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা তালতলা থেকে সুখানপুকুর খাদ্যগুদাম পর্যন্ত রাস্তা দ্রæত সংস্কারের দাবীতে তেলিহাটা ফ্রেন্ডস ক্লাব ও সুখানপুকুর উন্নয়ন ফোরামের উদ্যোগে তেলিহাটা বেকুর মোড়ে এক মানববন্ধন অনষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত এই রাস্তাটি সংস্কার হয়নি। আশেপাশের রাস্তাগুলো কয়েকবার সংস্কার করা হলেও এই রাস্তাটি একবারও সংস্কার করা হয়নি। আমরা দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার হয়েছি। ৫ই আগষ্টের পর বৈষম্যেহীন বাংলাদেশে কোন বৈষম্যে যেন না থাকে, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানিয়েছেন রাস্তাটি দ্রæত সংস্কার করার জন্য। মানববন্ধনে বক্তব্য রাখেন সুখানপুকুর উন্নয়ন ফোরামের সভাপতি শরিফুল ইসলাম সবুজ, তরুন ছাত্রনেতা পারভেজ, ডাঃ আব্দুর মোন্নাত, সমাজ সেবক তারাজুল ইসলাম, সিয়াম, শাহীন আলম। এসময় উপস্থিত ছিলেন এলাকার নারায়ন, সৈরভ, ডাঃ সজিব, খাইরুলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, ঢাকা অফিসে কথা বলেছি। আমরা দ্রুত স্টিমেট করবো। জুলাই মাসের দিকে কাজ শুরু হতে পারে।