স্টাফ রিপোর্টার
জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়জনে তরুণ সমাজের ভাবনা ও অধিকার নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় বগুড়া প্রেসক্লাবে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নে তরুন সমাজের নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে আজ শুক্রবার মমইনে কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে ও আগামীকাল ২৪ মে বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত দুটি অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান । বিশেষ অথিতি হিসেবে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ। তিনি আরও বলেন বাংলাদেশ এখন ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। কেউ কেউ তরুনদের বিপথগামী করার চেষ্টা করছে। আমাদের দল তরুণ্য নির্ভর দল, তরুণদের সঙ্গে এগিয়ে নেওয়ার জন্য সেমিনার ও সমাবেশ। তরুনদের প্রধ্যান্য দিয়ে আগামী রাজনীতিতে তারেক রহমান এগিয়ে নেবেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সিনিয়র সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, জেলা যুব দলের সভাপতি জাহাঙ্গির আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, সেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।