সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে মহান মে দিবসে আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার

মহান মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে সাংবাদিক ইউনিয়ন বগুড়া আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১লা মে ) বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সহ-সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান।

আরও বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস,

সিনিয়র তথ্য অফিসার মাহফুজুর রহমান, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ,  সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ, নির্বাহী সদস্য মাহফুজ মন্ডল, আইনুল হক, মুক্তজমিন পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল করিম, অনন্ত সেলিম, রেজাউল করিম রেজা, শাহাদত হোসেন শাহিন, রাহাতুল আলম প্রমূখ।

বক্তারা বলেন, প্রতি বছর মে দিবস আসে যায় কিন্তু মেহনতি শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। বছরের একটি মাত্র দিনে সবাই শ্রমিকের কষ্টের কথা মুখে বললেও বাস্তবে শ্রমিকের ভাগ্যের পরিবর্তনের জন্য কেউ কাজ করেনা। অন্য পেশার শ্রমিকদের মতই সাংবাদিকদেরও মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। দেশের অসংখ্য সাংবাদিক নিয়মিত কাজ করে বেতন-ভাতা পাচ্ছেনা। এই অবস্থার দ্রুত অবসান হতে হবে। মেহনতি সাংবাদিকসহ সকল শ্রমিকের শ্রমের যথাযথ মূল্য নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023