হৃদয়কে আবার নিষিদ্ধ করা হাস্যকর ছিল: তামিম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

স্পোর্টস ডেস্ক
ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়কে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার ঘটনায় সরগরম ক্রিকেট অঙ্গন। দুই ম্যাচ নিষিদ্ধ হলেও বিশেষ ক্ষমতাবলে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি খেলেছেন। তবে নানা বিতর্কের জেরে আবারও তাকে নিষিদ্ধ করা হয়। হৃদয়কে নিষিদ্ধ করার ঘটনায় এবং বিসিবির নীতির প্রতিবাদে ক্রিকেটারদের বিরোধিতার মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ শুক্রবার (২৫ এপ্রিল) সকালে মিরপুর স্টেডিয়ামে এসে উপস্থিত হন। সেখানে তামিম ইকবালের নেতৃত্বে মোহামেডানের আরওও ক্রিকেটাররা বৈঠক করেছেন। বোর্ড প্রধানের সঙ্গে আলাপ শেষে বেরিয়ে তামিম বলেছেন, ‘তাওহীদ হৃদয়ের ইস্যুটা। ওর সঙ্গে মাঠে একটা ঘটনা হয়। ওকে দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়। তখন কিন্তু কোনও খেলোয়াড় বা কেউ এটা নিয়ে কথা বলেনি। আম্পায়ার আর ম্যাচ রেফারি মিলে তাকে নিষেধাজ্ঞা দিয়েছিল। ব্যক্তিগতভাবে আমরা মনে করতে পারি, সিদ্ধান্তটা কঠোর ছিল। কিন্তু এটা নিয়ে আমরা কিন্তু কেউ কোনও কথা বলিনি। তার কিছুদিন পর দেখলাম যে (নিষেধাজ্ঞা) দুই ম্যাচ থেকে এক ম্যাচ করা হলো। এটা বিসিবি করেছে। তখনও আমরা কেউ কোনও কথা বলিনি। তারপর হৃদয় একটা ম্যাচ না খেলে পরের দুটা ম্যাচ খেললো। স্বাভাবিকভাবে ওর যে শাস্তি ছিল (এক ম্যাচের নিষেধাজ্ঞা), সেটা সে ভোগ করে নিয়েছে। এখন দুটি ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার নিষিদ্ধ করেছে।’ কোন নিয়মে এটা করা হলো, সেটা বোধগম্য নয় তামিমের কাছে, ‘এটা কোন রুলে, কীভাবে করেছে এটা আমার জানা নেই। এটা নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম। এটা হাস্যকর ছিল। কোনোভাবে সে নিষিদ্ধ হতে পারে না যে কিনা ইতোমধ্যে (একবার) নিষিদ্ধ হয়েছে। তাকে বিসিবি দুটি ম্যাচে খেলতে দিয়েছে, তাকে আবার আপনি কীভাবে নিষিদ্ধ করতে পারেন? এটা আমাদের একটা বড় পয়েন্ট ছিল।’ মোহামেডান থেকে চাপ দিয়ে খেলানো হয়েছে হৃদয়কে, এমন গুঞ্জন নিয়ে তামিম বললেন, ‘মোহামেডান থেকে চাপ দিয়ে খেলানো হয়েছে কি হয়নি সেটা জরুরি না। তাকে কি বিসিবি খেলার অনুমতি দিয়েছে! যদি দেয় তাহলে আবার একই ব্যাপারে কীভাবে শাস্তি দেন। এটা নিয়ে আমাদের বিতর্ক হয়েছে উনাদের সঙ্গে, আমরা সুন্দর করে অবস্থান পরিষ্কার করেছি আমাদের অনুভূতি। তারপর উনারা উনাদের মতো সিদ্ধান্ত দেবেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023