আদমদীঘিতে ট্রাক্টর চালককে ছুরিকাঘাতে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে আমিরুল ইসলাম (৩৬) নামের এক ট্রাক্টর চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার পোওতা রেললাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। নিহত আমিরুল ইসলাম আদমদীঘি উপজেলার পোওতা টিকরিপাড়ার গ্রামের আব্দুস ছালাম গয়েরের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার সারাদিন আমিরুল ইসলাম তার বাড়িতে ছিল। সন্ধ্যায় ট্রাক্টর চালাতে পোওতা হবিরমোড় এলাকায় আসে। রাত ১০ পর্যন্ত সে বাড়িতে না ফেরায় তার স্ত্রী লাকি আক্তার মোবাইল ফোনে স্বামী আমিরুল ইসলামকে বাড়িতে আসতে বলেন। সে বাড়ি না ফিরে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এরপর  শনিবার সকাল ৬টায় স্থানীয় লোকজন আদমদীঘি উপজেলার পোওতা রেললাইনের নিকট তার বাড়ির পাশে আমিরুলের শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে হত্যা করে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে জানাজানি হয়। এদিকে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত আমিরুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। আমিরুল ইসলামের স্ত্রী লাকি আক্তারের দাবী তার স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, নিহত আমিরুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে অন্যত্র হত্যা করে রেললাইনের পাশে ফেলে রেখে যায়। যেন বুঝা যায় রেললাইনে কাটা পড়ে সে মারা গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023