লালপুরে ঈদের নামাজ শেষে ‍‘জয় বাংলা’ স্লোগান, সংঘর্ষ-গুলি,আটক- ৫

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩১ মার্চ, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট: নাটোর ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা স্লোগান’ দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, মিছিল, পাল্টা মিছিল হয়েছে বলে অভিযাগ পাওয়া গেছে। এসময় ঘটেছে গুলির ঘটনাও। এতে একজন আহত হয়েছেন বলেও দাবি করা হচ্ছে। এদিকে সংঘর্ষে সম্পৃক্ত এমন পাঁচ জনকে আটক করেছে পুলিশ। তবে সংঘর্ষের ঘটনাটি যে জয় বাংলা স্লোগান দেওয়া নিয়েই, পুলিশ তা এখনও নিশ্চিত নয়। খোঁজ চলছে মসজিদ বা গ্রামভিত্তিক রাজনৈতিক বা অন্য কোনো দ্বন্দ্ব আছে কি না। রোববার (৩১ মার্চ) সকালে ৯টায় লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহে নামাজের পর সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এই ঘটনার জেরে রামকৃষ্ণপুর চিনির বটতলা মোড়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এসময় একজন গুলিবিদ্ধ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপি ও স্থানীয়দের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সাব্বির (২৪) নামে একজন আহত হন। তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা গুলি বর্ষণ শুরু করে। এসময় অন্তত ৫০ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে সুজাত নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়।

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, দুই যুবক ঈদ মাঠে জয় বাংলা স্লোগান দিয়েছে বলে জেনেছি। তবে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি মসজিদকে কেন্দ্র করে নাকি গ্রামভিত্তিক হয়ে রাজনৈতিক রূপ নিয়েছে তা আমরা যাচাই করছি। মারামারিতে সম্পৃক্ত ছিল এরকম পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে ডিবি টিম, পুলিশ, যৌথবাহিনীর সদস্যরা রয়েছে। সেখান থেকে রিপোর্ট আসলে পুরো ঘটনাটি জানতে পারবো। গুলির ঘটনা ঘটেছিল কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন, স্থানীয়দের ভাষ্য গুলি হয়েছে। তবে এতে যিনি ভিকটিম হয়েছেন তাকে এখনও আমরা পাইনি। এটাও যাচাই চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023