স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার (২০ মার্চ) বগুড়া শহরের কালিতলা মদিনা মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল ওয়ার্ড সভাপতি জাকিরুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয় । ওয়ার্ড সেক্রেটারি গোলাম সাকলাইনের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। প্রধান অতিথি বলেন জুলাই আন্দোলনের সূচনা হয়েছিল বৈষম্য দূর করার জন্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীও ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়তে তুলতে চায়। একটি দূর্নীতি মুক্ত, সমৃদ্ধশালী দেশ গড়তে হলে কোরআনের আইন প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের সমাজ সেবা সম্পাদক অধ্যক্ষ আব্দুল হামিদ বেগ, ১ নং জোনের টিম সদস্য মামুনুর রশিদ, ২ নং ওয়ার্ড আমীর ডা: আবু বকর সিদ্দিক, মাওলানা হিফজুল বারী, ডা: শাহজাহান আলী, মাওলানা মতিউর রহমান, আজিজুল ইসলাম, মাওলানা রায়হান আলী, আশরাফুল ইসলাম আশিক, শিবির নেতা মুহিত প্রমুখ।