গাইবান্ধায় বিপৎসীমার নিচে সব নদীর পানি, ভাঙন অব্যাহত

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

গাইবান্ধায় নদ-নদীর পানি বাড়লেও এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীভাঙন অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, জেলার প্রধান নদ-নদী যমুনা ও ব্রহ্মপুত্র নদীর ফুলছড়ি স্টেশনে গত ২৪ ঘণ্টায় ২৬ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ২৫৮ সেন্টিমিটার, ঘাঘট নদী নিউ ব্রিজ স্টেশনে ১২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৬৫ সেন্টিমিটার ও করতোয়া নদীর চকরহিমাপুর স্টেশনে ৩৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুন্দুরগঞ্জ উপজেলার তিস্তা নদীর কাউনিয়া স্টেশন পয়েন্টে ৫২ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপৎসীমার ২১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

ফুলছড়ি সদরের বাসিন্দা রমজান আলী বলেন, নদীতে পানি বাড়লেও তেমন ক্ষতির আশঙ্কা নেই। তবে এভাবে পানি বাড়তে থাকলে ফসলের অনেক ক্ষতি হতে পারে। আরেক বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, বন্যায় ফসলের তেমন কোনো ক্ষতি না হলেও নদীভাঙার কারনে অসুবিধা হচ্ছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বলেন, প্রায় সব জেলার নদ-নদীর পানি বাড়লেও এখানে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। বিপৎসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023