কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেলো তিন পোশাক শ্রমিকের

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে মিনিবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে তিন নারীর। আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহত-আহতরা সবাই পোশাক শ্রমিক। তারা ওই বাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে শিবালয় উপজেলার বড় বোয়ালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের সমেজঘর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী বিথী আক্তার (২৮), আব্দুল বাতেনের স্ত্রী ফুলি বেগম (৩০) ও সাব্বিরের স্ত্রী সাবিনা আক্তার (২৫)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, আরিচা ঘাট থেকে পোশাক শ্রমিকদের নিয়ে ছেড়ে আসা মিনিবাসটি স্থানীয় তারাসিমা গার্মেন্টসে যাচ্ছিল। এসময় বড়বোয়ালি এলাকায় বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনেসহ ডান পাশের অংশ দুমড়ে মুচড়ে যায়। আর খাদে পড়ে যায় ট্রাকটি।

ঘটনাস্থলেই মারা যান সাবিনা আক্তার। হাসপাতালে নেওয়ার পর মারা যান বিথী ও তুলি বেগম নামে আরও দুজন। আহতদের মানিকগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে পাঠানো হয়েছে ঢাকায়।

বরংগাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ বরংগাইল হাইওয়ে থানায় এবং শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023