আদমদীঘিতে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৭ মার্চ, ২০২৪

আদমদীঘি উপজেলা প্রশাসন, আওয়ামীলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে পালন করা হয়েছে। রোববার (১৭ মার্চ) বগুড়ার আদমদীঘি উপজেলায় এ উপলক্ষ্যে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। এছাড়া সংসদ সদস্য খাঁন মোহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন।
বেলা ১১ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর আত্মজীবন ও আদর্শের উপড় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি রুমানা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য খাঁন মোহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন। কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বি, সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন, সহকারি পুলিশ সুপার (সার্কেল) নাজরানা রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, ওসি রাজেশ কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দীন খান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আব্দুল হক আবু, রফিকুল ইসলাম প্রমুখ। বাদ আছর হযরত বাবা আদম (রহ:) জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023