নন্দীগ্রামে আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকায় প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা ব্যয়ে দুটি আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।গতকাল সোমবার পৌরসভা এলাকার নন্দীগ্রাম পূর্বপাড়ায় আরসিসি রাস্তা নির্মাণ ও নামুইট চকপাড়া জামে মসজিদের আরসিসি রাস্তা এবং ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আনিছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন,পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, কাউন্সিলর সাইরুল ইসলাম, পৌরসভার উপসহকারী প্রকৌশলী অসীম কুমার সরকার, সার্ভেয়ার সারোয়ার জাহান, ঠিকাদার মোফাজ্জল বারী প্রমুখ।পৌরসভার মেয়র আনিছুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে পৌরসভার উন্নয়নসহ পৌরবাসীর জীবনমান উন্নয়নে পৌরসভার ৯ টি ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। টেকসই উন্নয়ন নিশ্চিতে কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে এবং কাজগুলো দ্রুত শেষ করতে হবে। জনগণের অর্থে নির্মিত রাস্তা ,ড্রেন থেকে জনগণ বহুবছর যেন উপকার ভোগ করতে পারে সেটার নিশ্চয়তা রাখতে হবে। এ সময় মেয়র কাজের গুণগত মান নিশ্চিতে ঠিকাদারদের দায়িত্বপূর্ণ ভূমিকা রাখতে নির্দেশ দেন। তিনি বলেন, কাজের মানের বিষয়ে কোন অভিযোগ প্রমাণিত হলে প্রকৌশলী বা ঠিকাদার কাউকে ছাড় দেওয়া হবে না। আমি বাল্যবিবাহ, মাদক, জঙ্গি-সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে এ পৌরসভাকে ডিজিটাল পৌরসভা হিসেবে রূপান্তরে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।মানুষের পাশে থেকে, তাদের সাথে নিয়ে শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমি মেয়র হয়েছি। পৌরবাসী আমাকে ভালোবাসে বলে মেয়র নির্বাচিত করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023