বগুড়ায় গরু চোর চক্রের সক্রিয় সদস্য মুকুল গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

গত ১৫ জানুয়ারি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বড়ইকান্দি এলাকার মোঃ বজলুর রশিদ এর নিজ গোয়াল ঘর থেকে ১টি গাভী গরু ও ১টি ছাগী অজ্ঞাতনামা চোর চুরি করে নিয়ে যায়। তিনি সারিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সারিয়াকান্দি থানায় একটি মামলা রুজু হয়, যার নং-০৫, তারিখ-১৫/০১/২৪ ধারা-৪৫৭/৩৮০/৪২৯/৪১১ পেনাল কোড-১৮৬০। র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহযোগিতায় গত ২২ জানুয়ারি বগুড়া শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজার এলাকা থেকে শিবগঞ্জ থানার দেবচন্ডী গ্রামের মোঃ সাইফুল ইসলাম এর পুত্র আসামী মোঃ মুকুল আকন্দ (৪৫) কে গ্রেফতার করে। জানা যায় মুকুল আকন্দ দীর্ঘদিন যাবত গরু চুরি করতো। তার নামে বিভিন্ন থানায় ৬ টি চুরি ও মাদক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজন মিলে চুরির ঘটনাটি ঘটায় মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। চুরিকৃত গরুটি পানিতে পড়ে গিয়েছিল এবং ছাগীটি শব্দ করছিল বিধায় তারা মেরে ফেলেছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023