র্যাব-১২, সিপিএসসি, বগুড়া র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নাশকতা মামলার তদন্তেপ্রাপ্ত আসামী সবুজ বগুড়া শহরের গোদারপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত শুক্রবার ১৯ জানুয়ারি উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে শাজাহানপুর থানা হতে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তদন্তে প্রাপ্ত মোঃ রবিউল ইসলাম এর পুত্র মোঃ সবুজ (২৯) কে জোকা (মোল্লাপাড়া) এলাকা হতে গ্রেফতার করা হয়। যাহার মামলা নং-৩, ১ নভেম্বর, ২০২৩। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়। সবুজের বিরুদ্ধে ১টি মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে, যার জি আর নং- ২৭৫/২৩ (শাজা)। এছাড়াও তার নামে বিভিন্ন থানায় ৫টি মাদক মামলা রয়েছে।