স্কুলছাত্রীকে অপহরণের সময় আটক ৩, মাইক্রবাসে আগুন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

ফরিদপুরে দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অস্ত্রেরমুখে অপহরণের চেষ্টা রুখে দিয়েছে তার সহপাঠীরা। এসময় অপহরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে শিক্ষার্থী ও স্থানীয়রা। এছাড়া অপহরণের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়া হয়।

সোমবার সকাল ১০টার দিকে শরহতলীর কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনে এ ঘটনা ঘটে। ওই স্কুলছাত্রী প্রতিষ্ঠানটির দশম শ্রেণিতে পড়াশোনা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে করে আব্দুল আজিজ ইনস্টিটিউশনের দশম শ্রেণির এক ছাত্রীকে অস্ত্রের মুখে তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর সহপাঠী ও স্থানীয়রা তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ সহপাঠী ও স্থানীয়রা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। আটক হওয়া দুইজনের নাম মামুন ও আলমগীর জানা গেলেও অপর আরেকজনের নাম জানা যায়নি।

ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, সোমবার সকালে স্কুল চলাকালীন একটি মাইক্রোবাস নিয়ে কয়েকজন দুর্বৃত্ত ওই স্কুলের এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। সহপাঠীদের বাধার মুখে তারা ব্যর্থ হয়। এ সময় তিনজনকে আটক করে গণধোলাই দেয় স্থানীয় ও শিক্ষার্থীরা। তাদের মধ্যে একজনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্বৃত্তদের ব্যবহৃত মাইক্রোবাসটি আগুন দিয়ে পুড়িয়েছে শিক্ষার্থীরা। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023