গত রোববার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ বহুল আলোচিত আলোচিত মাদক সম্রাট জহুরুল ইসলাম লিখনকে (৪৩) গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন গতকাল রোববার রাতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে উপজেলার সদরের থানা বাসস্ট্যান্ড সংলগ্ন নাগর নদের ব্রীজের পশ্চিম পাশ থেকে বহুল আলোচিত মাদক সম্রাট জহুরুল ইসলাম লিখনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১২০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট পলেথিনে মোড়ানো ৫ গ্রাম হেরোইন মাদক বিক্রয়ের ১,১৫০ টাকা, বাটন মোবাইল ফোন উদ্ধার করে। সে পাশ্ববর্তি কাহালু উপজেলার নারহট্ট সরদারপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে। ওই রাতেই এসআই এরশাদ আলী বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পুলিশ গ্রেফতারকৃত বহুল আলোচিত মাদক ব্যবসায়ী জহুরুল ইসলাম লিখনকে আজ সোমবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।