গত শনিবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার তালোড়া স্বর্গপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তোতা আশরাফুলকে (৪৩), তালোড়া মন্সিপাড়ার রফিকুল ইসলাম ওরফে বাচ্চুর ছেলে বাবেল খন্দকারকে (৪২) আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে হেরোইন উদ্ধার করেছে। ওই রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃতদের আজ রোববার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।