বগুড়ার গাবতলী উপজেলা আ.লীগের প্রয়াত সভাপতি এএইচ আজম খানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা ও পৌর আ.লীগের উদ্যোগে পৃথকস্থানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আজ রবিবার বাদ আসরে মরহুম আজম খানের গ্রামের বাড়ী জাইগুলি গ্রামে তাঁর কবর জিয়ারত শেষে মোনাজাতে অংশ নেন উপজেলা আ.লীগের সভাপতি আ: রাজ্জাক মিলু, সাধারণ সম্পাদক ফয়সাল খান জনিসহ উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। অপরদিকে একই কারণে আজ বাদ যোহরে পৌর সদরের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়ায় অংশ নেন পৌর আ.লীগের সভাপতি আজিজার রহমান পাইকার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহম্মেদ, নেপালতলী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আ: করিম, ওয়ার্ড আ.লীগ নেতা হুমায়ন আলম চাঁন্দু, আ: বাছেদ, আঃ জোব্বার, আঃ মানিক, মোস্তাফিজার রহমান মোস্তা, তৌফিক ঈমাম নভেল, আপেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিপন, পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হাসান, ফরহাদ বাদশা শাওন, ছাত্রলীগ নেতা রাকিব হাসান, ছাব্বির হোসেন, আল মুরাদ বিকাশ প্রমুখ।