শিরোনাম :
রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত বগুড়ায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভোক্তা অধিকারের অভিযান দশ হাজার জরিমানা বগুড়ায় আমীরে জামায়াতের জনসভা সফল করতে ১০ দলীয় জোটের সভা শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে চূড়ান্ত বৈধ প্রার্থী ৭ জন শিবগঞ্জে অবৈধ মাটি মহলে মোবাইল কোর্ট পরিচালনায় ১০ হাজার টাকা জরিমানা শাজাহানপুরে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক

আকবরিয়া লিমিটেডের বার্ষিক পরিকল্পনা ও উন্নয়ন কর্মশালা

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

বগুড়ায় ১১২ বছরের ঐতিহ্যের স্বাদে ঘরে ঘরে আকবরিয়া। ভোক্তাদের সন্তুষ্টিই আকবরিয়ার উদ্দেশ্য। মানসম্মত সুরুচিপূর্ণ ভেজালমুক্ত, নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপননে এ প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর। শতাব্দীর স্বাক্ষর এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লগ্ন হতে রসনার তৃপ্তি মেটাতে এ পর্যন্ত সক্ষমতা অর্জন করেছে। বিশেষ করে সেবা দোরগোড়ায় পৌঁছে দেয়ার নিমিত্তে হোম ডেলিভারী হতে শুরু করে উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন জেলায় আঠারো কোটি মানুষের মাঝে সরবরাহ করে থাকে। প্রতিষ্ঠানের এক ঝাঁক উদ্যমী কর্মীরা তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১১ ফেব্রুয়ারী) বগুড়ায় পর্যটন মোটেলে আকবরিয়া লিমিটেডের আয়োজনে আকবরিয়া বার্ষিক পরিকল্পনা ও উন্নয়ন কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালা আকবরিয়া লিমিটেড এর চেয়ারম্যান হাসান আলী আলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট আলহাজ্ব সিদ্দিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের উৎপাদিত পণ্য ১৮ কোটি মানুষের দোরগোড়ায় দিতে পেরে অনেক ভাল লাগছে।  পণ্যের গুণগতমান শতভাগ নিশ্চিত করার লক্ষে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্ববহ। মানুষ যেন আস্থা হতে বিচলিত না হয় প্রতিষ্ঠানের প্রতি অকৃত্রিম ভালোবাসা, ভালোলাগা সমৃদ্ধ হয় এ বিষয়গুলো মাথায় নিয়ে পরিচালিত হচ্ছে এ প্রতিষ্ঠানটি।

তিনি আরো বলেন, সামাজিক দায়বদ্ধ এ প্রতিষ্ঠানটি সমাজের সকল শ্রেণী পেশার ভোক্তাদের কথা চিন্তা করে সব ধরণের পণ্য উৎপাদন ও বিপনন করে আসছে। দেশের আবালবৃদ্ধবণিতার সন্তুষ্টিতে খুঁজে পাবে এ প্রতিষ্ঠানটি সার্থকতা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আকবরিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হোসেন আলী দুলাল,  ডিএমডি রাজিব আহসান সিজার, আন্দালিবুর রহমান, সিএফও মোঃ সেলিম তালুকদার, জুনিয়র কো-অর্ডিনেটর আশিক ইবনে হাসান, আদনানুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে অংশ নেন বি-কানেক্ট এর চেয়ারম্যান সবুজ এইচ চৌধুরী। প্রতিষ্ঠানের হেড অব সেলস এন্ড ডিস্ট্রিবিউশন মোঃ রমজান হোসেনের সঞ্চালনায়, পার্চেস কো-অর্ডিনেটর হারুন উর রশিদ এর সহযোগিতায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বিভিন্ন শাখার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023