‘হাসপাতালে বিনিয়োগ অর্থ শুধুই ব্যবসার জন্য নয়। এখানে হাজার হাজার অসহায় রোগীর সেবা দেয়া হয়। সুস্থ্য জীবন পেয়ে অনেক মানুষ পুণরায় তারুণ্য উদ্দিপনায় আবারো পথচলে। প্রতিষ্ঠাতারা এক সময় পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু হাসপাতাল যুগের পর যুগ চলতে থাকবে। সংগতকারণেই এখানে বিনিয়োগ করার অর্থই হলো ব্যবসার পাশাপাশি সাদকায়ে যারিয়ায়র ভাগিদার হওয়া’। বগুড়ার রেইনবো কমিউনিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময়কালে হাসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আমিরুজ্জামান পিন্টু এসব কথা বলেন। শনিবার সকালে শহরের কলোনী এলাকার একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভার পরিচালনা করেন হসপিটালের পরিচালক প্রশাসন নজরুল ইসলাম কামাল, শুভেচ্ছা বক্তব্য রাখেন হসপিটালের পরিচালক হামিদুল হক তোতা, ডাক্তার সোহেল রানা, ডাক্তার জাফর সাদিক, ডাক্তার সলিমুল্লাহ, ডাক্তার মানবেন্দ্র কুমার পাল নিলয়, হসপিটালের ডিএমডি এটিএম গাওছুল আজম রুবেল, পরিচালক রফিকুল ইসলাম গোলাম কিবরিয়াসহ শেয়ার হোল্ডারবৃন্দ।
অনুষ্ঠানে হসপিটালের সেবা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা পর্যালোচনা উপস্থাপিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রায় ২৫০জন শেয়ার হোল্ডার।