বাংলাদেশ তাঁত বোর্ড,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ তাঁতী সমিতির ব্যবস্থাপনায় বগুড়া শহরের মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলার উদ্বোধন করা হয়েছে। আজ ( ১১ ফেব্রুয়ারী ২০২৩) শনিবার সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া সদর ৬ আসনের নবাগত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। তিনি তার বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের পর জাতির পিতা তাঁতীদের ঐক্যবদ্ধ করেছিলেন। তাদের শিল্পের মালামাল সরবরাহ নিশ্চিত করেছিলেন। তিনি নিজেও তাঁত বস্ত্র পরিধান করতেন। তার অনেক তাঁতী বন্ধুও ছিল। তারই কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজও তাঁতের শাড়ি পড়েন এবং অপরকেই পড়তে বলেন। তাদের সুবিধার কথা বিবেচনা করে তিনি নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। তাদের জন্য অল্প সুদে ঈণসহ নানামুখী সুবিধা প্রদান অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, আমরা জাতির পিতার আদর্শ ধারণ করলেও আজও বিদেশী পণ্য বাদ দিয়ে দেশী পণ্য ব্যবহারে অভ্যস্থ হতে পারিনি। তিনি মেলার পাশাপাশি দর্শকদের জন্য বিনোদনের ব্যবস্থা রাখার পরামর্শ দেন।
শনিবার (১১ ফেব্রæয়ারী) সকালে মোহাম্মদ আলী হাসপাতালের সামনের মাঠে মাসব্যাপী তাঁতমেলা বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সভায় অন্যান্য বক্তাগণ বলেন, মেলা বাঙ্গালীর জাতীয় উৎসব।বাঙ্গালী সংস্কৃতির ধারক বাহক। সভ্যতা শুরুই হয়েছিল তাঁত শিল্প দিয়ে। তাঁত মেলা তা থেকে বিচ্ছিন্ন নয়। তাঁতীদের পণ্যের প্রচার ও তাদেরকে টিকিয়ে রাখার মাধ্যম হলো তাঁত মেলা।
ঢাকার হারিয়ে যাওয়া মসলিন কাপড় নতুন ভাবে তৈরি শুরু করতে প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। তিনি তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। পদ্মাপাড়ে শেখ হাসিনা তাঁতপল্লী স্থাপনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। মেলায় পণ্যের গুনগত মান ও দরের সামঞ্জস্য রাখতে হবে। যাতে করে মেলায় আগত গ্রাহকরা স্বাচ্ছন্দে তাদের পছন্দের পন্য কিনতে পারে। তাঁতীদের অবস্থার উন্নয়নে এ মেলা ভুমিকা রাখবে বলে বক্তারা মনে করেন। মেলাতে যেন শব্দদূষন না হয় সেদিকে খেয়াল রেখে মেলা পরিচালনার পরামর্শ দেন বক্তারা। গ্রাহকরা বিব্রত হয় এমন কোন কার্যক্রম মেলায় না রাখার কথাও বলেন। মেলা যেন দেশ ও সমৃদ্ধ জাতি গঠনে ভুমিকা রাখে সেদিকে নজর দিতে হবে। মেলার নিরাপত্তার স্বার্থে মেলার মুল ফটকের পাশে পুলিশ বক্স বসানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান বাংলাদেশ তাঁত বোর্ড, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইউসুফ আলী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীনেশ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ,তাঁত বোর্ড, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন) সুকুমার চন্দ্র সাহা, মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ টি এম নুরুজ্জামান,তাঁত বোর্ড, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মহা ব্যবস্থাপক কামনাশীষ দাস,মোহাম্মদ আলী হাসপাতালের মেডিক্যাল অফিসার শফিক আমিন কাজল,বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, মোহাম্মদ হানিফ প্রমুখ। উল্লেখ্য সারা দেশ হতে কয়েক শত তাঁতী ও ব্যবসায়ী শোরুম দিয়ে মেলায় অংশ গ্রহন করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলার ষ্টল ঘুরে দেখেন।