বগুড়া শহরের টিনপট্টির প্রেসপট্টিতে শ্রী শ্রী নারায়ণ বিগ্রহ মন্দিরে তিন দেবতার বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) মন্দির কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ পোদ্দার লিটনের আমন্ত্রণে মন্দির অঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি সাংবাদিক চপল কান্তি সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম, পিপিএম। তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে তিনি সারা দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গলে কাজ করে যাচ্ছেন। শুক্রবার সকালে বগুড়ার টিনপট্টিতে নতুন একটি মন্দির প্রতিষ্ঠা হলো এটা জেনে আমি আনন্দিত। অযন্তে অবহেলায় পড়ে থাকা জায়গা সৌন্দর্যের অবকাঠামোতে পরিনত হলো। নির্মিত হলো বগুড়ার সেরা একটি মন্দির। যে মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা পেল রাধামাধবের মুর্তি, নারায়ণ বিগ্রহ, দেবাদিদেব মহাদেব ও মা কালীর মুর্তি। যার মাধ্যমে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে একটি নতুন পীঠস্থান হিসেবে আবির্ভূত হলো এই মন্দির। বিগ্রহ প্রতিষ্ঠা ও উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, কৃষিবিদ সাবেক উপ-পরিচালক দুলাল চন্দ্র রায়। এছাড়াও উপস্থিত ছিলেন মন্দিরের যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ কুমার দেব, আনন্দ মোহন পাল, এ্যাড: বিনয় কুমার ঘোষ রজত, রঘুনাথ সিং প্রমুখ। উদ্বোধন শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও সন্ধ্যায় পরিবেশিত হয় ধর্মীয় সংগীত। অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।