গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দুপচাঁচিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্বপাড়া বুড়াকালীতলা স্বরস্বতী পুজা মন্ডপ চত্বরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ও সাবেক মেয়র বেলাল হোসেনের অর্থায়নে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে বিতরণ সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএমবার), বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) নাজরান রউফ, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক মেয়র বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ প্রমুখ। পরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।