নন্দীগ্রামে ১৮ বস্তা চাল উদ্ধার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

বগুড়ার নন্দীগ্রামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর ১৫ টাকা কেজির ১৮টি বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় আওয়ামী লীগ নেতা নজিবুল্লাহ মজনু বাদী হয়ে একজনের নামে মামলা করেছেন।

বুধবার (১৬ নভেম্বর) বিকালে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এতথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহার নামীয় আসামী ভ্যানচালক জাহাঙ্গীর আলমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার আইলপুনিয়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর ৩০কেজির ১৮টি বস্তায় ৫৪০ কেজি চাল অটোভ্যানে করে কুন্দারহাট বাজারে যাচ্ছিলো চালক জাহাঙ্গীর আলম। পথিমধ্যে আইলপুনিয়া মানুষমারী এলাকায় পাকা রাস্তার ওপর চালভর্তি ভ্যানসহ চালককে আটক করে স্থানীয়রা। পরে স্থানীয় লোকজন থানা পুলিশে চালসহ ভ্যান চালককে সোর্পদ করে। প্রতিটি চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের সিলমোহর রয়েছে।

এ ব্যাপারে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর ১৮ বস্তা চালসহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ভ্যানচালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তদন্ত করা হচ্ছে। কোনো কালোবাজারি জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023