পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২

পাবনার সাঁথিয়ায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী শ্যালিকা ও দুলাভাই নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে সাঁথিয়ায় উপজেলার নগরবাড়ী-বগুড়া মহাসড়কের ভিটাপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুজানগর উপজেলার আমিনপুর থানার ভাটিকয়া নামক গ্রামের আনছার আলীর ছেলে ফরমান আলী (৩০) ও তার শ্যালিকা মাহবুবা ইয়াসমীন (২০)।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাধুপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ইসহাক আলী জানান, ফরমান আলী গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন। তার শ্যালিকাও অন্য প্রতিষ্ঠানে কাজ করতেন। তারা শনিবার সকালে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে গাজীপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। সকাল ৭টার দিকে তারা ভিটাপাড়া ইটভাটার কাছে দুর্ঘটনা কবলিত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

ইসহাক আলী আরও জানান, হাইওয়ে পুলিশ খবর পাওয়ার কিছুক্ষণ পরই ঘটনাস্থলে গিয়েই মৃতদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাাতলে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023