খুনিদের রাজপথে নামতে দেওয়া হবে না: এস এম কামাল হোসেন 

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২

কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, ৭৫’র খুনি এবং ২১ আগস্টের খুনিদের কোন অবস্থাতেই রাজপথে নামতে দেওয়াহবে   না।   দেশের   রাজপথ   মুক্তিযুদ্ধের   পক্ষের   শক্তির।   আগুন   সন্ত্রাসী,   ক্ষমতায়   থাকলেলুটপাটকারী অর্থ পাচারকারী দলের কাউকে রাজপথ দখলের নামে সন্ত্রাসী করতে দেওয়া হবেনা। জনগণকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। বুধবার  বিকালে  বগুড়া  শহরের  সাতমাথায়  ‘মুজিবমঞ্চে’  জেলা  আওয়ামী লীগআয়োজিত জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তমশাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসএম কামাল হোসেন আরো বলেন, বিএনপি আগুন সন্ত্রাসের দল। তারা এখন হুমকিদিয়েছে রাজপথ দখলের। আমি বলি, রাজপথ কী ইজারা দিয়েছি? সন্ত্রাসীদের রাজপথ দখলকরতে দেওয়া হবে না। দেশের স্বাধীনতাকামী জনগণ মেনে নেবে না। কারণ বিএনপিরাজপথে নামা মানেই আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করা, জ¦ালাও পোড়াও করা। এখনযেখানেই সন্ত্রাস, যেখানেই নাশকতা সেখানেই প্রতিরোধ করা হবে। তিনি বলেন,ষড়যন্ত্র করে রাজপথে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করা পেট্রোল বোমায় গাড়িপোড়ানো   কোন   কিছুই   করতে  দেয়া   যাবে   না।   বিএনপি-জামাতের   শাসনামলে  একমেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। বরং তাদের সেই সময়ের বিদ্যুৎ প্রতিমন্ত্রীপদত্যাগ   করে   বলেছিলেন,   তৎকালীন   প্রধানমন্ত্রীর   কার্যালয়   ও   হাওয়া   ভবন   বিদ্যুতেরউন্নয়নের নামে ৬ হাজার কোটি টাকা লুটপাট করেছেন। তাই এই লুটপাটকারীদেরকেএবং মানুষ পুড়িয়ে হত্যাকারীদের কোন অবস্থাতেই মাঠে নামতে দেয়া যাবে না। এজন্যআওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে। আওয়ামী লীগের সকল পর্যায়েরনেতাকর্মী তাদের এ অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতেহবে। নিজেদের মধ্যে কোন্দল করা যাবে না। সামনে জাতীয় সংসদ নির্বাচন আসছে,সেই নির্বাচনে দলকে আবারও ক্ষমতায় আনার জন্য মানুষের কাছে যেতে হবে। ভোটবাড়াতে হবে।
জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান মজনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা  এম পি, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, ড মকবুল হোসেন, টি জামান নিকেতা, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যাপক শাহাদাত আলম ঝুনু, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান শফিক, হেফাজত আর মিরা, আলমগীর বাদশা, শুভাশিস পদ্মা লিটন, জুলফিকার রহমান শান্ত, ডালিয়া নাসরিন রিক্তা, রাশেদুজ্জামান রাজন।
সুলতান মাহমুদ খান রনির পরিচালনায় শোক সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট রেজাউল করিম মন্টু, অ্যাডভোকেট আমানুল্লাহ, প্রদীপ কুমার রায়, শাহরিয়ার আরিফ ওপেল, অ্যাডভোকেট তবিবুর রহমান তবি, শাহ মুহাম্মদ আখতারুজ্জামান ডিউক, আব্দুল্লাহ আল রাজী জুয়েল, অ্যাডভোকেট শফিকুল ইসলাম আক্কাস, নাসরিন রহমান সীমা, বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, তপন চক্রবর্তী, এস এম রুহুল মোমেন, তারিক এস এম শাহজাহান, খালেকুজ্জামান রাজা, দিলীপ কুমার চৌধুরী,  অ্যাডভোকেট গোলাম ফারুক, টিআইএম নুরুন্নবী তারিক, হেলাল উদ্দিন কবিরাজ, সিরাজুল ইসলাম রাজু, মুস্তাফিজুর রহমান মোস্তা, আব্দুর রাজ্জাক মিলু, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন রানা, আবু ওবায়দুল হাসান ববি,  মাহফুজুল ইসলাম  রাজ, তোহিদুর রহমান মানিক, তালেবুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুল মালেক, এমদাদুল হক, আব্দুল হাই খোকন, সুলতান মাহমুদ, আনিসুর রহমান, ফয়সাল ইসলাম খান জনি,আব্দুস সালাম, কামরুল মোর্শদ আপেল, আমিনুল ইসলাম ডাবলু, মনজুরুল হক মঞ্জু,  অ্যাডভোকেট লাইজিন আরা লিনা, সাবরিনা পিংকি, রাকিব উদ্দিন সিজার, নুরুজ্জামান সোহেল, সহ জেলা
আওয়ামী লীগ, সকল উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শোক সমাবেশে  অংশগ্রহণ করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023