১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগ ঘোষিত মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ১০ আগষ্ট বুধবার ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে। দূর্গাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালী শেষে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ’লীগের সভাপতি আজিজার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী শাহ কুড়ানুর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু। আরও বক্তব্য রাখেন দূর্গাহাটা ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সদস্য আব্দুল মতিন মিঠু, উপজেলা মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক পাপিয়া রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মামুনুর রশিদ রয়েল ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুর রহমান সিমান্ত। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, রনজু, মোফাজ্জল, রেজাউল করিম সোনা, নিলু মেম্বার, আঃ মতিন, দুলু, রফিকুল, গেদা, হাফিজার, পলাশ, যুবলীগ নেতা নূর, শান্ত কৃষকলীগ নেতা মুকুল, পাবলেট, তবিবর, শ্রমিক লীগ নেতা, জাহাঙ্গীর আলম রনজু, মানিক, দূর্গাহাটা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক বকুল মন্ডল, ছাত্রলীগ নেতা রাজন মিনারুল, আল আমিন, লেমন, স্বেচ্ছাসেবক লীগ নেতা তারেক, শুভ, সুজনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। এদিকে রামেশ্বরপুর ইউনিয়ন আ’লীগের শোক র্যালীতে অংশ নেন। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ আই ফয়সাল খান জনি। এছাড়াও সুখানপুকুর, নেপালতলী, নাড়–য়ামালা, কাগইল, দক্ষিণপাড়া, সোনারায়, মহিষাবান, নশিপুর ও বালিয়াদিঘী ইউনিয়নে একযোগে শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে।