পাঠদান বন্ধ করে চেয়ারম্যানকে সংবর্ধনার ঘটনায় ৩ প্রধান শিক্ষককে নোটিস

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২

বাগেরহাটের মোরেলগঞ্জের ১২১ নং পশ্চিম সরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ করে শ্রেণিকক্ষে ইউনিয়ন চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়ার ঘটনায় আইনী পদক্ষেপ নিয়েছেন কর্তৃপক্ষ। সংবর্ধনার আয়োজক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা আক্তার, ২১৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও ২৭৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিতী বালাকেও নোটিস করা হয়েছে। পাঠদান বন্ধ করে শ্রেণিকক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানকে কেন সংবর্ধনা দেওয়া হয়েছে তা জানতে চেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন রবিবার এ নোটিস করেন।

প্রসংগত, বৃহস্পতিবার ১২১ নং পশ্চিম সরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোল্লা হুমায়ুন কবিরকে বিদ্যালয়ের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা আক্তার চেয়ারম্যানের স্ত্রী। সেই ক্ষমতাবলে কর্তৃপক্ষের সাথে কোন প্রকার আলোচনা ছাড়াই সংবর্ধনার আয়োজন করেন। ফলে ওইদিন বিদ্যালয়টির সকল শ্রেণিতে পাঠদান বন্ধ থাকে। এ ঘটনায় অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023