নাসিক নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

শান্তিপূর্ণভাবে দিনভর কেন্দ্রে কেন্দ্রে ভোট দেয়াসহ দুই-একটি বিচ্ছিন্ন ছোট ঘটনার মধ্যেদিয়ে শেষ হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে গণনা। এরপর ঘোষণা করা হবে ফল। রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেলিনা হায়াৎ আইভী এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন বিএনপির বিভিন্ন পদ থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

নির্বাচনে ১২ নং ওয়ার্ডের একটি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে৷ এ ঘটনায় ওই কেন্দ্র থেকে এক যুবককে আটক করেছেন ম্যাজিস্ট্রেট৷ বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জ বার একাডেমি কেন্দ্রে এ ঘটনা ঘটে৷

প্রত্যক্ষদর্শীরা জানান, ৩টার দিকে বহিরাগত একদল যুবক কেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে৷ ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান৷ কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিজিবি সদস্যরা৷ পরে সেখানে বহিরাগতদের ধাওয়া দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷ এ সময় কেন্দ্রের ভেতর থেকে বহিরাগত এক যুবককে আটক করা হয়৷ এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হাশেম শকুর স্ত্রী দিপা হাশেমকে কেন্দ্রের ভেতর লাঞ্চনার অভিযোগ পাওয়া গেছে।

আর নির্বাচনে চলাচলে বড় কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে ভোট চললেও সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম ছিলো। তবে বেলা বাড়ার সাথে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে দেখা গেছে।

এদিকে, ভোটদানের পর থেকে সংবাদকর্মীরা খুঁজে পাচ্ছেন না ডা. সেলিনা হায়াৎ আইভীকে। রোববার সকাল পৌনে এগারোটায় নিজের বাড়ির কাছে শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। ভোটদান শেষে কেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত ব্রিফিং শেষে কেন্দ্র ত্যাগ করেন আইভী। এরপর থেকে ঠিক কোথায় অবস্থান করছেন তিনি এ ব্যাপারে কেউ স্পষ্ট ধারণা দিতে পারছে না। সংবাদকর্মীরা বিভিন্ন ওয়ার্ডের ভোটকেন্দ্রে ছুটে যেয়েও তাকে পাচ্ছেন না। কেউ বলছেন, তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন, কেউ বলছে তিনি নির্বাচনী এলাকা পরিদর্শন করছেন।

ডা. আইভীকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। আইভীর নির্বাচন নিয়ে মিডিয়ার সাথে যোগাযোগ রক্ষা করা আলমাস রাজুকে ফোন করা হলে তিনি বলেন, ডা. আইভী তার সঙ্গে ঘনিষ্ঠ দুই তিনজন নিয়ে বেরিয়ে গেছেন। এখন ঠিক কোথায় আছেন আমরা জানি না। জানতে পারলে আপনাদের জানানো হবে।

অন্যদিকে, সকাল সাড়ে ৮টায় ইসলামিয়া কামিল (এম এ) মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। এই কেন্দ্র মোট ভোটার সংখ্যা ৩ হাজার ২৮৭ জন। কিন্তু সকাল পৌনে ৯টায় এ কেন্দ্রে মাত্র ২০ থেকে ২৫ জন ভোটারকে ভোট দিতে আসতে দেখা যায়। তবে দুপুর ১২টায় বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, এই কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই বেশি। ভোট দেয়ার জন্য দীর্ঘসারি করে ভোটাররা দাঁড়িয়ে আছেন।

একই চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জ বার একাডেমিতেও, ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এই কেন্দ্রে পুরুষের পাশাপাশি নারী ভোটারও তুলনামূলকভাবে বেশি ছিলো।

এছাড়া মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ এবং নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজেও ভোটার উপস্থিতি বেশি দেখা গেছে। এই কেন্দ্রগুলোতে ভোটারা তাদের ছোট ছেলে-মেয়েদেরকেও নিয়ে এসেছেন। অনেকের চোখেমুখে ভোট দেয়ার উৎসাহও দেখা গেছে।

এদিকে ভোট কেন্দ্র থেকে মহানগর যুবদল নেতা মনোয়ার হোসেন সুখনকে আটকের অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। বেলা ১১টায় নগরীর ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা কেন্দ্র থেকে ওই যুবদল নেতাকে পুলিশ আটক করে বলে অভিযোগ করেন তিনি। নগরীর বার একাডেমি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ অভিযোগ করেন তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, ভোটকেন্দ্র থেকে আমাদের মহানগর যুবদল নেতাকে কিছুক্ষণ আগে ভোট কেন্দ্র থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ধরনের পুলিশি হয়রানির অভিযোগ আসছে।

ইভিএম মেশিন নিয়ে অনেকটা সমস্যা হচ্ছে অভিযোগ করে তৈমুর বলেন, এটা স্লো কাজ করছে। আবার কোথাও কোথাও এটা ত্রুটিপূর্ণ।

সরকারি তোলারাম কলেজ কেন্দ্রেও ভোটার উপস্থিতি কম ছিল। আর যে কয়েকজন ভোটার ছিলেন, তাদের মধ্যে মহিলার চেয়ে পুরুষ ভোটার বেশি দেখা যায়। অন্যদিকে সরকারি মহিলা কলেজ ভোট কেন্দ্রের বাইরে ভোটার উপস্থিতি কিছু সংখ্যক বেশি দেখা গেলেও ভেতরে ভোটার উপস্থিতি খুব কম দেখা যায়।

এসব কেন্দ্রগুলোর চেয়ে ব্যতিক্রম চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে। এই কেন্দ্র পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার বেশি দেখা গেছে। কিন্তু অন্যন্যা কেন্দ্রগুলোর মতো এই কেন্দ্রেও ভোটার উপস্থিতি কম ছিল।

এদিকে আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটার উপস্থিতি কিছু সংখ্যাক বেশি দেখা যায়। এখানেও মহিলা ভোটারের চেয়ে পুরুষ ভোটার বেশি দেখা যায়।

ইভিএম পদ্ধতিতে নির্বাচন হওয়ার ভোটার সংখ্যা কম বলেও অভিযোগ করে তৈমুর বলেন, মানুষকে ট্রনিং দেয়া প্রয়োজন ছিলো। কিন্তু সেটা হয়নি। এটাও সরকারের ব্যর্থতা।

এছাড়া আই ই টি সরকারী উচ্চ বিদ্যালয়, ১০৪ নং পাঠানটুলী আইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারুত তাকওয়া মাদরাসা, লক্ষ্মী নারায়ণগঞ্জ কটন মিলস উচ্চ বিদ্যালয়, গোদনাইল সরকারি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোদনাইল উচ্চ বিদ্যালয় এবং সফর আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে নির্বাচনে বন্দর ২৩ নম্বর ওয়ার্ডের হাজি সিরাজ উদ্দিন মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লাটিম ও ঠেলাগাড়ি প্রতীকের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ১০ টায় কেন্দ্রের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সিটিতে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের ১ হাজার ৩৩৩ ভোটকক্ষে ভোটগ্রহণ হয়েছে। আজ এই নির্বাচনে ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।

নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৫ জন ও সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৪ জনসহ মোট ১৮৯ প্রতিদ্বন্দ্বী রয়েছেন। মেয়র পদে ৬ প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস, আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার।

উল্লেখ্য, ২০১১ সালে সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরুর পর তৃতীয়বারের মতো এই সিটিতে নির্বাচন হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023