ব্রিজে ফাটল: কাজ শেষ না করেই উদ্বোধনের প্রস্তুতি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় ৪২ মিটার একটি ব্রিজের নির্মাণ কাজ ৩ বছরেও শেষ হয়নি। নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগও উঠেছে। কাজ শেষ না হলেও তড়িঘড়ি করে ব্রিজটি উদ্বোধনের প্রস্ততি নেয়া হয়েছে। ঠিক করা হয়েছে উদ্বোধনের তারিখও। এতে এলাকার লোকজনের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

 

 

জানা গেছে, ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের তালেব মোড় থেকে দোয়ানী যাওয়ার মাঝ পথে ৪২ মিটার একটি ব্রিজ নির্মাণ করছে এলজিইডি। ২০১৬ সালের ২৭ ডিসেম্বর ব্রিজের কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন। ৩ বছর ২ মাসেও শেষ হয়নি ব্রিজের নির্মাণ কাজ। এ ছাড়া নিম্নমানের কাজ হওয়ায় ব্রিজের বিভিন্ন স্থানে ফাটলও দেখা দিয়েছে।

 

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, ব্রিজটির নির্মাণ কাজ শুরু হওয়ার দুই মাস পর ঠিকাদার রব্বানী কাজ না করেই চলে যান। পরে ঠিকাদারের সাথে তৎকালীন উপজেলা প্রকৌশলী অজয় কুমারের একটি সমঝোতা হয়। তখন থেকে ওই ব্রিজের কাজের ঠিকাদারী দায়িত্ব পালন করেন অজয় কুমার।

 

এলজিইডি সূত্রে জানা গেছে, ১ কোটি ৮৮ লক্ষ টাকায় নির্মাণধীন এ ব্রিজের কাজ শেষ না হলেও ইতোমধ্যে সবশেষ বিল উত্তোলন করা হয়েছে। নির্মাণ কাজ শেষ না করেই আগামী ১৯ মার্চ স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন এ ব্রিজের উদ্বোধন করবেন বলে তার সফরসূচিতে জানা গেছে।

 

তবে এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করেও হাতীবান্ধার সাবেক উপজেলা প্রকৌশলী অজয় কুমার ও ঠিকাদার রব্বানীর বক্তব্য পাওয়া যায়নি।

 

হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী নজীর হোসেন বলেন, ব্রিজের নির্মাণ কাজ এখনো অনেক বাকি রয়েছে। নির্মাণ কাজ শেষ না করেই কিভাবে ব্রিজের উদ্বোধন হয় তা আমার জানা নেই। আমি এ বিষয়ে স্থানীয় এমপি’র সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।

 

স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেনের ব্যক্তিগত কর্মকর্তা অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, ওই এলাকায় এমপি সাহেবের কয়েকটি অনুষ্ঠান থাকায় ব্রিজটি উদ্বোধনের প্রোগ্রাম করা হয়েছে। এলজিইডি’র সাথে কথা বলে যদি ব্রিজের নির্মাণ কাজ শেষ না হয়ে থাকে, তাহলে উদ্বোধন করা হবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023