ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় স্ত্রী রোকসানা আক্তারকে (৫৫) হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী হাবিবুর রহমান (৫৮)। বুধবার ভোরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের নাড়াদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘাতক স্বামী হাবিবুর রহমান নাড়াদিঘী গ্রামের হাসির উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানায়, পারিবারিক বিরোধে হাবিবুর রহমান ভোরে লোহার সাবল দিয়ে ঘুমন্ত অবস্থায় রোকসানাকে আঘাত করলে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। পরে হাবিবুর রহমান রাণীশংকৈল থানায় উপস্থিত হয়ে নিজেই ঘটনার বিবরণ দেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল বলেন, রোকসানার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক হাবিবুর রহমানকে থানায় আটক রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।