স্বদেশ প্রত্যাবর্তন দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায়  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষের কাউন্ট ডাউন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর মহিলা আওয়ামী লীগ, জেলা কৃষক লীগ, নির্মাণ শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা লীগ, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নব নির্বাচিত অফিসার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সহায়ক সোসাইটি সহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, শ্রমজীবী ,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

 

শ্রদ্ধা নিবেদনের পর নেতৃবৃন্দ পবিত্র ফাতেহাপাঠ, বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, আওয়ামী লীগ নেতা শেখ রাকিব হোসেন, শেখ রুহুল আমিন, সিকদার নূর মোহাম্মদ দুলু, অ্যাড. মুন্সি আতিয়ার রহমান, শেখ মোহাম্মদ ইউসুফ আলী, এস.এম আক্কাস আলী,এম বদরুল আলম বদর, গোপালগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম. জুলকদর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক শেখ আবুল বাশার খায়ের, আওয়ামী লীগ নেতা সোলায়মান বিশ্বাস, শুকুর আহম্মেদ, শেখ সাইফুল ইসলাম, হাফিজুর রশিদ তারেক, শেখ তোজাম্মেল হক টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় আনন্দ মিছিল বের করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023