স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে এনামুল হক (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত এনামুল হক উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী দিগর গ্রামের আয়নাল হকের ছেলে। রবিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল হকের বাড়িতে গাছের ডালপালার ভেতর দিয়ে বিদ্যুত সঞ্চালনের লাইন টাঙানো রয়েছে। রবিবার সকালের দিকে ওই গাছের ডালপালা কেটে পরিষ্কার করছিলেন তিনি। এ সময় অসাবধারনতাবশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে এনামুল হক আহত হয়। স্বজনরা উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার নুরুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পর্শে আহত এনামুল হক স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মৃত্যু হয়েছে। তাকে চিকিৎসা দেওয়ার সুযোগ হয়নি। তবে মৃত্যুর বিষয়টি তার স্বজনদের নিশ্চিত করা হয়েছে।