ডেস্ক রিপোর্ট
পাটুরিয়া ঘাট এলাকায় প্রায় ৭০০ ট্রাক ফেরি পারের অপেক্ষায় রয়েছে। এ নৌ-রুটে চলাচলরত ১৬টি ফেরির মধ্যে মতিউর রহমানসহ ৩টি ফেরি বিকল থাকায় ১৩টি ফেরি দিয়ে যানবাহন পারপার করা হচ্ছে। একদিকে ফেরি স্বল্পতা অন্যদিকে শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় এ রুটে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এছাড়া গত কয়েক দিন ধরে নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচলে বিঘ্ন হচ্ছে। এসব কারণে পাটুরিয়া ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
যানজটের কারণে বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ অগ্রাধিকারভিত্তিতে যাত্রীবাহী বাস ও কোচ আগে পার করছে। এতে করে পণ্যবাহী ট্রাক চালকদের ২-৩ দিন করে ঘাটেই পড়ে থাকতে হচ্ছে।
ঢাকার নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রাকের চালক আকতার হোসেন জানান, তিনি বুধবার বিকেলে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্তু পদ্মা ও যমুনা নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচল বিঘ্ন হওয়ায় পাটুরিয়া ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি তিনি।
ঢাকার গাজীপুর থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী ট্রাকের চালক করিম শেখ জানান, বৃহস্পতিবার সকালে পাটুরিয়া ঘাটে আসেন তিনি। কিন্ত শুক্রবার সকাল সোয়া ৮টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি। এ রকম প্রায় ৭০০ ট্রাক পারাপারের অপেক্ষায় ঘাট এলাকায় পড়ে রয়েছে।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, এ নৌ-রুটে পদ্মা ও যমুনা নদীতে প্রচণ্ড স্রোতে ফেরি চলাচলে ব্যাহত হচ্ছে। ফেরি স্বল্পতাও রয়েছে। শিমুলিয়া নৌ-রুটেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে পাটুরিয়া ঘাটে যানজটের সৃষ্টি হচ্ছে।
তাছাড়া ঘাটে যাত্রীবাহী যানবাহনের চাপ বৃদ্ধি পেলে ট্রাক কম পারা করে অগ্রাধিকারভিত্তিতে বাস ও কোচ পারাপার করা হয় বলেও জানান তিনি।