স্টাফ রিপোর্টার, বগুড়া
মঙ্গলবার সকাল ১১ টায় দৈনিক মুক্তজমিন পত্রিকার শাকপালার প্রেস অফিসে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক মুক্তজমিন পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন রানা। তিনি বলেন, মুক্তজমিন কারো তাবেদারি করেনা, সত্য প্রকাশে আপোষহীন। তাই নির্ভয়ে সঠিক সংবাদ প্রকাশ করুন, এতে দেশের যেমন কল্যাণ হবে সাংবাদিকদের প্রতি সর্বস্তরের মানুষের আস্তা বাড়বে।
এজন্য সকল সাংবাদিকদের সৎ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক মুক্তজমিন পত্রিকার বার্তা সম্পাদক মান্না আতোয়ার, চীফ রিপোর্টার মোঃ আতিকুর রহমান খান (মিন্টু), সহকারী বার্তা সম্পাদক আঃ করিম, স্টাফ রিপোর্টার আবু সাঈদ, ফটো সাংবাদিক আঃ ওয়াহেদ ফকির, বিজ্ঞাপন ম্যানেজার রফিকুল ইসলাম, সার্কুলেশন ম্যানেজার আরিফুল ইসলাম উল্লাস, মিল্টনসহ প্রমূখ।
এছাড়াও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা হতে আগত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা প্রতিনিধি তাজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধি আহসান হাবিব আরমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি তপন চন্দ্র দাস, কাহালু প্রতিনিধি আঃ মতিন, সোনাতলা প্রতিনিধি রিমন আহম্মেদ বিকাশ, নন্দীগ্রাম প্রতিনিধি আঃ হাকিম, শেরপুর প্রতিনিধি আবু জাহের, ঘোরাঘাট প্রতিনিধি মহাতাব উদ্দিন, নামুজা প্রতিনিধি আব্দুর রহমান, দুপচাঁচিয়া প্রতিনিধি উজ্বল কুমার, গোবিন্দগঞ্জ প্রতিনিধি কালামানিক দেব, পলাশবাড়ি প্রতিনিধি শহিদুল ইসলাম, গাবতলী প্রতিনিধি আব্দুল হালিম, মহাস্থান প্রতিনিধি সাখাওয়াত হোসেন, ধামইরহাট প্রতিনিধি রাসেল মাহমুদসহ আরো অনেকে সম্মেলনে উপস্থিত ছিলেন। পত্রিকার সকল স্বার্থ রক্ষা ও পত্রিকা পাঠক প্রিয় করতে অগ্রণী ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।