স্টাফ রিপোর্টার, বগুড়া
সোমবার বিকেলে বগুড়া জেলা বিড়ি শিল্প মালিক সমিতির কার্যালয়ে অবৈধ বিড়ি ফ্যাক্টরী বন্ধের দাবিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক আবু নূর মো: ওয়ালিদ, প্রচার সম্পাদক ঠান্ডা মিয়া, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, বিড়ি মালিক নেতা আলহাজ্ব শহিদুল ইসলাম, মিন্টু মিয়া, তারা মিয়া, জামাল হোসেন, মিলন প্রমূখ।
সভায় বগুড়া জেলা অভ্যন্তরে সরকারি বিধি লংঘন করে রংপুরের বিড়ি কমদামে বিক্রি করায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে বগুড়ার বিড়ি মালিকরা আর্থিক ও ব্যবসায়িক ভাবে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।