অবিলম্বে মন্ত্রী-সচিবদের চীনে পাঠানো হোক: আসিফ নজরুল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

ফেসবুক কর্ণার

চীনে মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাস সংক্রমণে চীনে এখন পর্যন্ত ৫৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রায় দেড় হাজার মানুষ। এছাড়া ১৬ টি শহর তালাবদ্ধ করে দেয়া হয়েছে। চীনের হুবেই প্রদেশের যে উহান শহর থেকে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে সেখানে অন্তত ৫০০ বাংলাদেশি শিক্ষার্থী আটকা পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

 

আটকা পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেশে ফেরার আকুতি জানিয়েছেন। বিষয়টি নিয়ে সরব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

 

তিনি বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের দ্রুত চীনে যাওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার সকালে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আসিফ নজরুল বলেন, কোনো একটা ছুতোয় বিদেশযাত্রার হিড়িক পড়ে সরকারি কর্তাদের মধ্যে। সেও জনগণের কোটি কোটি টাকা খরচ করে। তিনি বলেন, করোনা ভাইরাস আক্রান্ত চীনের উহান প্রদেশে শতাধিক বাংলাদেশের ছাত্র-ছাত্রী আছেন। এই ভয়াবহ ভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকে বাংলাদেশ আরও বিভিন্ন কারণে মুক্ত নয়। ‘আমারও তাই প্রস্তাব করোনা সংক্রমণ সম্পর্কে বিস্তারিত জানতে মন্ত্রী, সচিবসহ শতাধিক সরকারি কর্মকর্তাকে চীনের উহানে পাঠানো হোক অবিলম্বে,’ যোগ করেন ঢাবির এ অধ্যাপক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023