নওগাঁ প্রতিনিধি
বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু বলেছেন, বিএনপির প্রার্থী নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে ভোট বানচালের ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের বিভিন্ন নির্বাচনী অফিসে হামলা চালিয়ে মানুষের মধ্যে ভীতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অতীতের ন্যায় তারা সহিংসতার পথ বেছে নিয়েছে। তারা গণতন্ত্র বিশ্বাস করে না। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সবসময় তৎপর। জনগণ তাদের ভাঁওতাবাজি বুঝে গেছে। আগামী শনিবার নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর জয় সুনিশ্চিত। আজ বৃহস্পতিবার সকালে কালিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচন উপলক্ষে নৌকা মার্কার প্রার্থী আনোয়ার হোসেন হেলালের পক্ষে পথসভায় তিনি উপরোক্ত কথাগুলি বলেন। পথসভায় ইউনিয়ন আওয়ামী লীগের ইউনুস আলী দুলালের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মাশরাফী হিরো, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, দুপচাঁচিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রুপা, কালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র বাবলু সরকার, আনিছুর রহমান আনিছ, মুকুল হোসেন, মোর্শেদুল বারী, মোকলেছুর রহমান মিন্টু, আরিফুল আলম শাওন, মিন্টু মিয়া, জুলফিকার রহমান ফক্কার প্রমুখ।