স্টাফ রিপোর্টার, ঢাকা
নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় বায়তুল সালাত জামে মসজিদে বিস্ফোরণের ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের লাশ দাফন কাফনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসনসহ স্থানীয় এলাকাবাসী। এরই মধ্যে তল্লা সবুজবাগ খেলার মাঠে ১৬টি খাটিয়া প্রস্তুত করে রাখা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ বহনের জন্য যদি দুটি পিকআপ ভ্যান ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। এরই মধ্যে যারা নিহত হয়েছেন তাদের দাফন-কাফনের জন্য নগদ সরকারি সহায়তা দিতে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের গেটেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তারা অবস্থান করছেন। যদি কেউ নিজ দায়িত্বে নিজ নিজ জেলায় লাশ নিয়ে যাওয়ার যেতে চান তাদের জন্য সেভাবে ব্যবস্থা করা হবে। আর কেউ যদি লাশ নিয়ে নারায়ণগঞ্জে আসতে চান সেই ব্যবস্থাও রাখা হয়েছে। নারায়ণগঞ্জে লাশ নিয়ে আসার পর যাতে নিহতের স্বজনরা লাশ দ্রুত দাফনের নিতে পারেন সেজন্য সবুজবাগ খেলার মাঠে ১৬ খাটিয়া প্রস্তুত রাখা হয়েছে। যাতে করে খুব সহজেই নিহতের স্বজনরা তাদের লাশ বুঝে নিতে পারেন।
ফতুল্লায় প্রস্তুত করে রাখা খাটিয়া
জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন আরও জানান, ‘সকালে আমিসহ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে, বার্ন ইউনিটের মহাপরিচালকসহ ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য। সেই আলোকে বার্ন ইউনিটের প্রতিটি ডাক্তার অক্লান্ত পরিশ্রম করছেন।’