স্টাফ রিপোর্টার, ঢাকা
কক্সবাজারে গভীর সমুদ্র থেকে ১৩ লাখ পিস ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করেছে র্যাব-১৫। এ সময় দু’জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর ইনচার্জ আজিম আহমেদ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে কখন এই অভিযান চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি।
সোমবার দুপুর ১২টায় কক্সবাজারে র্যাব-১৫ এর কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ।