শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় পুন্ড্রনগর সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর অপারেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাতিন, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মাদ ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদাতুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস. এম. তাজুল ইসলাম, স্বতন্ত্র এমপি প্রার্থী রেজাউল করিম তালু, এমপি প্রার্থী সেলিম, ইসলামী আন্দোলন শিবগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আলতাফ আলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম, জহুরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ, আসন্ন বিভিন্ন কর্মসূচিতে নিরাপত্তা জোরদারসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।