শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর গুরুতর আহত হয়েছেন। আহত কিশোরের নাম মো. প্রান্ত (১৭)। দুর্ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার ( ২০ জানুয়ারী ) বেলা আনুমানিক টার দিকে শাজাহানপুর উপজেলার ব্যস্ততম এলাকা বনানী বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আহত মো. প্রান্ত উপজেলার লতিফপুর দক্ষিণপাড়া গ্রামের মো. সরোয়ার মজুমদারের ছেলে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা ছাড়াই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।