পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ২ জন নিহত ও ১০ জনের অধিক যাত্রী আহত হয়েছে। ২ জানুয়ারি ভোরে সাড়ে ছয় টার পরে গাইবান্ধা -পলাশবাড়ী মহাসড়কের ঠুটিয়া পুকুরস্থ গড়েয়ার ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে গাইবান্ধা -পলাশবাড়ী মহাসড়কের ঠুটিয়া পুকুর বাজারের গড়ের ঈদগাহ মাঠ এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক মেট্রো-উ ১৪-৩৫৪৮ এর চলমান গাড়ীর সাথে পিছন থেকে ঢাকা থেকে গাইবান্ধাগামী যাত্রীবাহী কাজি লাইন ঢাকা মেট্রো-ব ১২-১৬৩৬ এ বাসগাড়িটি ট্রাকটি ওভারটেক করার সময় পিছন থেকে স্বজোরে ধাক্কা দিলে ঘটনা স্থলে বাসের হেলপার ও যাত্রী সহ ২ জন নিহত হয়। এ ঘটনায় ১০ জনের অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় একাধিক ক্লিনিকে ভর্তি করা হয়। পরে গুরুতর আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা অভিমগে আহতদের মধ্যে নিহতের সংখ্যা বৃদ্ধি হতে পারে।
এ দুর্ঘটনায় নিহত দুইটি মরদেহ বাসটি ও ট্রকটি পলাশবাড়ী থানায় নেওয়া হয়েছে। নিহতরা হলেন বাসের হেলপার মূসা আকন্দ(২৫) সাদুল্লাপুর উপজেলার কাজীবাড়ী সন্তোলা গ্রামের গণি আকন্দের পুত্র ও ২। বাসের যাত্রী জামিল হোসেন(২০) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ধনাশলা গ্রামের হারুন মিয়ার পুত্র।