স্টাফ রিপোর্টার, বগুড়া
শুক্রবার বাদ আছর বগুড়া শহর ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী হকার্স সমিতির উদ্যোগে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলের আয়োজন করেন সংগঠনের সভাপতি বাবলু সরদার ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিষ্টার, সহ-সভাপতি মুকুল শেখ, সহ-সাধারণ সম্পাদক আসলাম, অর্থ সম্পাদক মুক্তার হোসেন, দপ্তর সম্পাদক শাহিন আলম, প্রচার সম্পাদক মুকুল, কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম, সাবেক উপদেষ্টা ইনসান আলী শেখ, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, আনিছুর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ১৪নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ছোটন প্রাং, ৫নং ওয়ার্ডের শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শামিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কাদের, শহিদুল ইসলাম, মুনসুর মন্ডল, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নানসহ প্রমুখ। শেষে মোনাজাত পরিচালনা করেন প্রজাবাহিনী প্রেস লেনের খতিব ও ইমাম হাফেজ মোঃ হানজালা শেখ।