খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর গুলশান আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) আসরের নামাজের পর আয়োজিত এই বিশেষ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দোয়া মাহফিলে অংশ নিতে বিকাল ৪টার দিকেই মসজিদে পৌঁছান তারেক রহমান। তার সঙ্গে মসজিদের দ্বিতীয় তলায় মোনাজাতে অংশ নেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শামিলা রহমান এবং তাদের সন্তানরা।

দোয়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান এবং ডা. এ জে এম জাহিদ হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতারা। দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ এই মিলাদে শরিক হন।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। তার স্মরণে দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023