বগুড়া শেরপুরে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র উত্তোলন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া–৫ (শেরপুর–ধুনট) নির্বাচনী আসনে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমান মনোনয়নপত্র উত্তোলন করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে শেরপুর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় উপস্থিতm ছিলেন শেরপুর উপজেলা নির্বাচন অফিসার জিয়াউল ইসলাম, বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মনছুরুর রহমান, ধুনট উপজেলা জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলাম দুলাল, শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল্লাহ আল মুস্তাফিদ নাসিম, ধুনট উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ফিরোজ আহমেদ, শেরপুর উপজেলা জামায়াতের প্রচার সেক্রেটারি ইফতেখার আলমসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে নির্বাচন অফিস চত্বরে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্লোগান ও মিছিলের মাধ্যমে নির্বাচনী উত্তাপ স্পষ্ট হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বগুড়া–৫ আসনটি বরাবরই গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। একের পর এক প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলনের মধ্য দিয়ে এই আসনে নির্বাচনী হাওয়া এখন জোরালোভাবে বইতে শুরু করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023