গাবতলী (বগুড়া) প্রতিনিধি
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবোধ বাজারে ‘ফিউচার ইসলামিক ইনস্টিটিউট’ মাদ্রাসা প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি, অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন গাবতলী ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন এবং কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর পরিচালক তরিকুল আলম সোহাগ। তল্লাতল্লা টেংরাগাড়ী ঈদগাহ মাঠের ঈমাম শায়েখ আল আমিন বিন সালেকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক জারজিস উর রহমান আজাদ। অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম আকন্দ, কলাকোপা আতপজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান, সভাপতি সাকিব হাসান শুভ, অত্র প্রতিষ্ঠানের সহ-সভাপতি সারোয়ার জাহান জনিসহ আরো অনেকে।