নাহিদ হাসান, শাজাহানপুর থেকে
বগুড়া জেলার শাজাহানপুর থানা ও কৈগাড়ি পুলিশ ফাঁড়ির মানবিক উদ্যোগে এক মানসিক ভারসাম্যহীন যুবককে বিপদ থেকে রক্ষা করা হয়েছে এবং পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়েছে।
বুধবার রাত অনুমান ২টার দিকে শাজাহানপুর থানাধীন কৈগাড়ি পুলিশ ফাঁড়ির টহল টিম বনানী মোড় এলাকায় টহলকালীন সময় কিছুটা মানসিক ভারসাম্যহীন মোঃ আহাম্মদ উল্লাহ (৩২) নামের এক ব্যক্তিকে বিপদজনক অবস্থায় দেখতে পায়। তার কাছে কিছু নগদ অর্থও ছিল। এ সময় স্থানীয় কিছু অসাধু ব্যক্তি ওই টাকাগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে পুলিশ মানবিক দায়িত্ববোধ থেকে আহাম্মদ উল্লাহকে নিরাপদে থানায় নিয়ে আসে এবং তার পরিবারের সন্ধান শুরু করে। অনুসন্ধানের মাধ্যমে জানা যায় তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার বড়কুড়া জামতৈল গ্রামের বাসিন্দা। এরপর শাজাহানপুর থানা পুলিশের উদ্যোগে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
৯ বৃহস্পতিবার (অক্টোবর ২০২৫ ইং) কামারখন্দ থানা এলাকা থেকে আহাম্মদ উল্লাহর মা তাহমিনা বেগম শাজাহানপুর থানায় এসে ছেলেকে গ্রহণ করেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৬৬০, তাং-০৯/১০/২৫ ইং) করা হয়েছে।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে জনগণের পাশে থাকা আমাদের দায়িত্ব। শাজাহানপুর থানা পুলিশ সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।