স্টাফ রিপোর্টার
শুক্রবার (১৯ সেপ্টম্বর) বিকেল ৫টায় বগুড়ায় জেলা যুবশক্তির শপথগ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের মফিজ পাগলার মোড়ে রোচাস রেষ্টুরেন্টে কনফারেন্স রুমে পরিচিতি সভায় জেলা যুবশক্তির আহবায়ক মহিদ উল নবী মিশুর সভাপতিত্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান জুলাই-আগষ্ট আন্দোলনে নিহত শহীদ মুনীরের পিতা শামসুল হক ফকির। পরিচিতি সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় যুবশক্তির সদস্য সচিব ইয়াসীন আলী হীমেল, মূখ্যসংগঠক সাকিব মল্লিক পৃথিবী, সিনিয়র যুগ্ম আহবায়ক জীবনানন্দ সরকার জীবন, ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সরোয়ার হোসেন, বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টি সংগঠক শওকত ইমরান, বগুড়া জেলা গনতান্ত্রিক ছাত্রসংসদের সদস্য সচিব সৈকত আলী।
সভাপতির বক্তব্যে জেলা যুবশক্তির আহবায়ক মহিদ উল নবী মিশু বলেন, ২৪ এর জুলাই আন্দোলনে আমাদের হাজারো ভাই বোন শহীদ হয়েছে। শিশুদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মুক্তিযুদ্ধকে অস্বীকার করার সুযোগ নেই। তেমনি ২৪’র আন্দোলন বাংলাদেশ আমার নতুন পথে ধাবিত হয়েছে। এদেশের স্বৈরশাসককে তার মসনদ থেকে উৎখাত নতুন করে এদেশের মানুষকে দিল্লীর কাছথেক স্বাধীনতা দেয়া হয়েছে। দিল্লীর কথায় নয়, এদেশের জনগণ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই আমাদের যুবশক্তিকে রাজপথে সর্বদা থেকে যে কোন ষড়যন্ত্র রুখে দিতে হবে। জুলাই সনদ ঘোষণা ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না। জুলাই ঘোষণার পর নির্বাচন। শপথ বাক্য পাঠ করানোর পর শহীদ মুনীরের পিতা শামসুল হক ফকির বলেন, শহীদদের রক্তে নতুন বাংলাদেশ পেয়েছি। তা যেন কোন ভাবে বৃথা না যায়। কারণ একটি মহল ২৪ জুলাই আন্দোলনের সফলতার বীজকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করছেন।